Logo
Logo
×

রাজনীতি

যে কারণে ফাঁকা রাখা হয়েছিল মঞ্চের সবচেয়ে ভালো আসনটি

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

যে কারণে ফাঁকা রাখা হয়েছিল মঞ্চের সবচেয়ে ভালো আসনটি

মঞ্চের একপাশের আসনে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, আর আরেক পাশের আসনে অনুষ্ঠানের সভাপতি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

মঞ্চের সবচেয়ে উঁচু মাঝখানের আসনটিতে বসেননি কেউ। অন্য কোনো কারণে নয়, যার জন্য এ অনুষ্ঠানের আয়োজন, তার প্রতি সর্বোচ্চ সম্মান দিয়েই ওই আসনটিতে বসেননি কেউ।

বিষয়টি বৃহস্পতিবার দিনাজপুর উপশহরের প্যারাডাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সবারই নজর কাড়ে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনাজপুর উপ-শহরের প্যারাডাইজ কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজন করা হয় এক মতবিনিময় সভার।

দিনাজপুর জেলা বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভামঞ্চের একপাশের আসনটি ছিল প্রধান অতিথির এবং আরেক পাশের আসনটি ছিল সভাপতির। প্রধান অতিথি এবং সভাপতির মাঝখানে সবচেয়ে ভালো আসনটিতে লেখা ছিল- বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন-বিএনপি।

অনুষ্ঠান যথারীতি চললেও ওই আসনটিতে কেউ বসেননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আসনটি ফাঁকা রাখা হয়েছিল।

এ প্রসঙ্গে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, আমাদের সবার ঊর্ধ্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন এ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের চরম নির্যাতনের পরও তিনি আমাদের মাঝে বেঁচে রয়েছেন। দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই আপসহীন নেত্রী আমাদের দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন। এটি শুধু আমাদের নয়, দিনাজপুরবাসীর জন্য গর্ব ও অহংকারের। তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, কিন্তু তিনি সবসময়ই আমাদের হৃদয়ে বিরাজমান আছেন। আমাদের পক্ষ থেকে, তথা দিনাজপুরবাসীর পক্ষ থেকে তার প্রতি যে অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মান, তার জন্যই ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের এ সম্মান প্রদর্শনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম