Logo
Logo
×

রাজনীতি

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী নিপু

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী নিপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন মাজহারুল ইসলাম নিপু। তিনি বরিশালের আগৈলঝাড়া এনসিপির আহ্বায়ক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয় থেকে তাকে মনোনীত করে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এসএম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, বরিশাল জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, বরিশাল জেলা এনসিপি সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিম প্রমুখ।

এ সময় মনোনয়ন পাওয়া মাজহারুল ইসলাম নিপু বলেন, বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এ আসনটি এনসিপির নিশ্চিত হয়ে গেল।

তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটেখাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।

বরিশাল-১ আসন হচ্ছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলামী থেকে মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রাসেল সরদার মেহেদী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম