Logo
Logo
×

রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ বিএনপি: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ বিএনপি: প্রিন্স

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটি। ছবি: যুগান্তর

ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির নেতারা সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বচনে তার প্রতি সমর্থন জানিয়েছেন।

এ সময় এমরান সালেহ প্রিন্সে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সমর্থন তার চলার পথে বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে । তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে মুক্তিযুদ্ধকে অম্লান এবং সন্মান ও শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে।

প্রিন্স বলেন, বীর মুক্তিযোদ্ধদের কল্যাণে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণের রয়ে তিনি নির্বাচিত হলে ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করতে প্রত্যেক মুক্তিযোদ্ধার ছবি ও ব্যবহার্য জিনিসপত্রসহ বীরত্বগাথা যুদ্ধের কাহিনী প্রদর্শন করতে জাদুঘর বা প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়া ও অডিও-ভিডিওর মাধ্যমে এসব সংরক্ষণ করা হবে।

মুক্তিযোদ্ধা সংসদ, ধোবাউড়া কমান্ড কাউন্সিলের অসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ধোবাউড়ার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে অবশ্যই সমর্থন করবে। তারা মুক্তিযোদ্ধাদের ব্যাংক ঋণের সুদ মওকুফ এবং সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে বিএনপির প্রার্থীর প্রতি আহবান জানান। 

এ সময় ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা একজিবিশন বনোয়ারী, সদস্য বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খান, বীর মুক্তিযোদ্ধা দিলীপ ডিব্রা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল এবং উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম