Logo
Logo
×

রাজনীতি

শিবিরের আয়ের উৎস জানালেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

শিবিরের আয়ের উৎস জানালেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল

বর্তমান আর সাবেক কর্মীদের দেওয়া চাঁদার টাকাতেই চলে ইসলামী ছাত্রশিবির। সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এসব কথা জানান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

শিক্ষার্থীদের করা প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, আমরা যারা শিবির করি তারা প্রত্যেকেই যে যার সাধ্য অনুযায়ী চাঁদা দেই দল পরিচালনার জন্য। এই চাঁদায় বারাকাহ আছে। অন্যান্য দল ১০০ টাকা চাঁদা পেলে ৫ টাকা খরচ করে ৯৫ টাকা পকেটে রেখে দেয়। আমাদের ক্ষেত্রে হয় উল্টো, আমরা ১০০ টাকা পেলে তার সঙ্গে আরও ৫-১০ টাকা যোগ করে সংগঠনের জন্য খরচ করি।

তিনি বলেন, এখন প্রশ্ন আসতে পারে যে শিক্ষার্থীরা টাকা পাবে কোথায়। আমরা যারা শিক্ষার্থী তারা তো মাসে কেউ ৫ হাজার কেউ ১০ হাজার আবার কেউ ২০ হাজার টাকাও খরচ করি। এই ৫/১০/২০ হাজার টাকা থেকে ৫/১০/৫০/১০০ টাকা তো আমরা অবশ্যই সংগঠনকে দিতে পারি। তাছাড়া আমাদের অনেক সাবেক শিবির কর্মী ভাইয়েরা আছেন- যারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ারসহ প্রতিষ্ঠিত পদে আছেন। তারাও সাধ্যমতো আমাদের সহায়তা করেন। এসবই হচ্ছে বারাকাহ। এই বারাকাহ দিয়েই আয়োজনগুলো আমরা সফল করি। এটা ঠিক যে আমাদের দায়িত্বশীল ভাইদের কষ্ট হয়। তাদের পকেট থেকে বাড়তি ব্যয়ের জোগান দিতে হয়। তারপরও দেখা যায় যে, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আয়েজনগুলো সুন্দরভাবেই শেষ হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার নবীন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয় ইসলামী ছাত্রশিবির। এ সময় তাদের নানা উপহার সামগ্রীও প্রদান করা হয়। সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ আয়োজন চলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম