Logo
Logo
×

রাজনীতি

এই রায়ের মাধ্যমে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

এই রায়ের মাধ্যমে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন‍্যায়বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদলতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে, অন‍্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে এই বীর মুক্তিযোদ্ধা যোগ করেন, শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। কোনো অপরাধীই যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম