Logo
Logo
×

রাজনীতি

দেশীয় সংস্কৃতি আজ বিলুপ্তির পথে: আখতার হোসেন

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

দেশীয় সংস্কৃতি আজ বিলুপ্তির পথে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপি একটি নতুন সংগঠন; কিন্তু কাউনিয়া-পীরগাছায় এনসিপির বার্তা পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে। আমরা কাউনিয়া-পীরগাছার মানুষ এ নবান্ন মেলায় আসতে পেরে যতটা খুশি হয়েছি আমরা সেইদিন আরও বেশি খুশি হয়ে পীরগাছা-কাউনিয়ার পাড়ায় পাড়ায় আনন্দ মিছিল করব।

রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের বালুর মাঠ (আশ্রয় কেন্দ্রের পুকুরপাড়ে) নবান্ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশীয় সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। এ সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ও এনসিপির সার্বিক সহযোগিতায় এ নবান্ন মেলাটি অনুষ্ঠিত হয়।

এর আগে আখতার হোসেন ঘোড়ারগাড়িতে চড়ে নবান্ন মেলায় এসে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু খেলা উপভোগ করেন। এ সময় তিনি হরেক রকমের পিঠা-পুলি, খেলনা ও রংবেরঙের জিনিসপত্র, কৃষি শিল্পের কারুকার্য, জুলাই যোদ্ধাদের স্থির চিত্রসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সকাল থেকে শুরু করে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ মেলা দেখতে ভিড় করেন। পরে সাঁতার প্রতিযোগিতায় ও হাডুডু খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আখতার হোসেন।

সংগঠক শামিম হোসেনের পরিচালনায় এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবদুল্লা আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এবিএম মিজানুর রহমান সানা, বাবুল আখতার, মাহাবুর রহমান মিঠু, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, সদস্য ইসমাইল হোসেন ইমনসহ অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম