Logo
Logo
×

জামায়াত

‘ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না’

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৫ এএম

‘ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না’

বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: যুগান্তর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমরা চাই ফ্যাসিবাদমুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলতে। যেখানে ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি থাকবে না। 

আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগিরই খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে তাকে এবং তার সঙ্গে গণহত্যায় জড়িত সবার বিচার কার্যকর করবেন। 

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্রশিবিরের ভোলা পৌর শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাহিদুল ইসলাম বলেন, খুনি হাসিনা শুধু জুলাই-আগস্টে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়। বাংলাদেশে হত্যার রাজনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আপনারা দেখেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে। 

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন প্রমুখ।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম