Logo
Logo
×

রাজনীতি

তিতাসের দরজায় বিএনপি নেতা ইশরাক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

তিতাসের দরজায় বিএনপি নেতা ইশরাক

ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন নিজ নির্বাচনি এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকটের অভিযোগ নিয়ে তিতাসের প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে গ্যাস সংকটের অভিযোগ জমা দেন তিনি।

সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগা সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইশরাক। 

এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও নিশ্চিত করেন বিএনপির এই নেতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম