Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা। সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়ায় অংশ নেয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান। মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম