Logo
Logo
×

রাজনীতি

সুখবর পেলেন বিএনপির আরও ৯ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

সুখবর পেলেন বিএনপির আরও ৯ নেতা

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়া, কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ পাখী, সাবেক সদস্য মো. আব্দুল মতিন শিরিন এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রামাণিক (লিপ্টন) এই চারজনকে আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদন বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে পূর্বে বহিষ্কৃত খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মুমিনুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাব্বির হোসেন রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবির টিটোর বহিষ্কারাদেশও দলীয় সিদ্ধান্ত মোতাবেক  প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্ততিতে আরও বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের আবেদনের ভিত্তিতে দল সম্প্রতি বেশ কিছু বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম