শ্রমিকদের ভাগ্য বদলে কাজ করছেন তারেক রহমান: শিমুল বিশ্বাস
যশোর ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার ও ভাগ্যবদলের কথা চিন্তা করেই কাজ করতেন। বর্তমানে বাংলাদেশের শ্রমিক-শ্রেণির ভাগ্যবদলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দল যশোরের আয়োজনে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠে) অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক শ্রেণির মানুষ দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন। দেশের প্রায় দুই কোটি মানুষ আজ বিদেশে অবস্থান করছে। দেশি এবং প্রবাসী উভয় শ্রমিকই দেশের অর্থনৈতিক ভিত ধরে রেখেছে।
তিনি বলেন, বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না হলেও, দেশের উন্নয়নের রাজনীতি করে। এজন্য আধুনিক বাংলাদেশ গঠনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হয়েছে।
শ্রমিক নেতাকর্মীদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভাগ্য বদলের জন্য সোনার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শ্রমিক-শ্রেণির ওপর অনেক বেশি। শ্রমিকরা যাদের পক্ষে থাকবে, বিজয় তাদেরই হবে।
এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ২৪-এর গণআন্দোলনে শ্রমিকদের রক্ত ঝরেছে তাদের রক্ত বৃথা যাবে না মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রের টাকা চুরি করে যারা সিঙ্গাপুরে টাকার পাহাড় গড়ছেন, সেই সুবিধা বন্ধ করতে যে নেতা দায়িত্ব নেবে, তাকেই রাজনীতিতে টিকে থাকতে হবে।
স্বাস্থ্য খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিমুল বিশ্বাস বলেন, এ দেশের মানুষ আজ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সুস্বাস্থ্য নিশ্চিত করা না গেলে দেশ কিভাবে টিকে থাকবে? তাই এই খাতে বিএনপি বিশেষ নজর দিয়েছে। তিনি শ্রমিকদের প্রতি ‘লৌহইস্পাত কঠিন ঐক্য’ গড়ার আহ্বান জানান।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত), জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়কালে আপনারা বৈষম্যের শিকার হয়েছিলেন। নিশ্চয়ই আর সেই বৈষম্যের শিকার হতে কেউ চান না। বিএনপি আগামী দিনে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। যে বাংলাদেশে রাজনৈতিক ভিন্নতার কারণে কাউকে আর হেয়প্রতিপন্ন হতে হবে না।
