Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায়: সাইফুল হক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায়: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছে, তারাই ভোট প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে এবং একইসঙ্গে অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চাইছে।

শনিবার (২৯ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

সাইফুল হক বলেন, দুই উপদেষ্টা নির্বাচন করতে চাইলে অনেক আগেই তাদের পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল, কারণ তারা পদে বহাল থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, ইসির পক্ষ থেকে কালো টাকার প্রভাব রোধে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়, বরং ধর্মকে ভোটের মাঠে ব্যবহার করার প্রবণতা বাড়ছে।

ছায়া সংসদ অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুই-এক জায়গায় জঙ্গি মিছিল বা বাস–ট্রাকে আগুন দিয়ে কোনো অপশক্তি নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম