রাজশাহীর ৬টি আসনের এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী সপ্তাহে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে রাজশাহীর ছয়টি আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি গত অক্টোবরে রাজশাহী মহানগর ও গত ২৯ নভেম্বর জেলা কমিটি ঘোষণা করেছেন। নতুন কমিটির অনেকেই রাজশাহীর বিভিন্ন আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন এসব কমিটিতে পদ পেয়েছেন জামায়াত ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব আতিকুর রহমান। দলীয় মনোনয়ন ফরম কিনে আতিকুর রহমান দলীয় প্রার্থী ঘোষণার জন্য অপেক্ষা করছেন বলে জানা গেছে।
রাজশাহী-২ (মহানগর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি জানান, দলীয় মনোনয়ন ঘোষণা না হলেও তিনি সীমিত আকারে নির্বাচনি গণসংযোগ ও সভা সমাবেশ করছেন। আগামী সপ্তাহে এনসিপি দলীয় মনোনয়ন ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছেন। মনোনয়ন ঘোষণার পর পুরোদমে নির্বাচনি প্রচার-প্রচারণায় নামবেন। ইতোমধ্যে তিনি মতিহার ও চন্দ্রিমা থানা এলাকায় কয়েকটি পথসভা করেছেন। করেছেন সুধী সমাবেশও। আগামী সপ্তাহে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পথসভার কর্মসূচি রয়েছে। গণসংযোগ ও পথসভায় তিনি এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।
জানা গেছে, মোবাশ্বের আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন।
রাজশাহী-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনিও দলীয় মনোনয়ন ঘোষণার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। দলীয় প্রার্থী ঘোষণার পর তিনি প্রচার-প্রচারণায় নামবেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
জানা গেছে, এনসিপির জেলা আহ্বায়কের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকায়। তিনি বলেন, আমি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছি। তবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণা এখনো শুরু করিনি। দলীয়ভাবে মনোনয়ন ঘোষণার পর প্রচার প্রচারণা শুরু করব। তবে এলাকায় প্রতিদিনই গণসংযোগ করছেন।
অন্যদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এনসিপির রাজশাহী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর ফারুক। তিনিও দলীয় মনোনয়ন ফরম কিনে সীমিত আকারে গণসংযোগ শুরু করেছেন। মনোনয়ন ঘোষণা হলে তিনি পুরোদমে প্রচার প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া রাজশাহী-৫ (পুঠিয়া) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা এনসিপির সদস্য আবির চৌধুরী।
রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
রাজশাহীর ৬টি আসনের এনসিপি প্রার্থীদের প্রচার-প্রচারণার বিষয়ে জানতে চাইলে মহানগর কমিটির আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, দলীয় প্রার্থী ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে- আমাদের দল বিএনপি নাকি জামায়াত জোটে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত হলে এনসিপি রাজশাহীর দুটি অথবা একটি আসন চাইবে। সেক্ষেত্রে এনসিপি রাজশাহী-২ আসনটি বিএনপির কাছে চাইবে। জামায়াতের সঙ্গে জোট হলে রাজশাহীর দুটি আসন চাইতে পারে। জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্যই দলীয় মনোনয়ন ঘোষণায় কিছুটা বিলম্ব করছে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব। আশা করছি আগামী সপ্তাহে দলীয় মনোনয়ন ঘোষণা হবে।
