Logo
Logo
×

রাজনীতি

বিএনপির রাজনীতি নিয়ে যা বললেন শিবির সভাপতি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

বিএনপির রাজনীতি নিয়ে যা বললেন শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন; কিন্তু বর্তমানের বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। আমরা জীবনবাজি রেখে শহীদদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

বক্তব্য রাখেন- পাবনা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমুখ।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে খুন, গুম করা হয়েছে। শত শত শিবির নেতাকর্মীকে খুন করা হয়েছে। অগণিত নেতাকর্মীকে গুম করা হয়েছে। যাদের অনেকের খোঁজ এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

তিনি বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। শিবির সভাপতি দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার অপরিহার্যতা তুলে ধরেন।

বিশেষ অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। এ দেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। নতুন বাংলাদেশ হবে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। দেশের মানুষ নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম হবেন তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশি হত্যা করেছে। এরপর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। দেশের ছাত্রসমাজ কোনো তাঁবেদার ক্ষমতায় দেখতে চায় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম