মাদারীপুর-২ আসনে ধানের শীষ দেওয়া হলো জাহানদারকে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এ আসনে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানের হাতে।
মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া জাহানদার আলী জাহান সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক জিএস ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে বিএনপির প্রতিটি কর্মসূচিতে তাকে মাঠে সক্রিয় দেখা গেছে। এমনকি অনেকবার হামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন একাধিক সময়। তাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মুখে হাসি ফুটেছে।
দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদারীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মনোনয়ন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
