Logo
Logo
×

বিএনপি

দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

ছবি: যুগান্তর

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই রোজা রেখে তার সুস্থতা কামনা করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের অনেক মানুষ কিডনিসহ বিভিন্ন অঙ্গ দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা দেশনেত্রী খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনিই এশিয়া মহাদেশের একমাত্র নেত্রী যার জন্য সবাই দোয়া করছেন। আমরা আশা করি, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এর প্রতিক্রিয়ায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আতোয়ার রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম