|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকালে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে তার প্রতিনিধি ও পরিবারের সদস্যরা এসে মনোনয়নপত্র নিয়ে গেছেন।
ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘ সময় ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার জনপ্রিয়তা ও প্রভাব প্রশ্নাতীত। আমরা বিশ্বাস করি, সাধারণ ভোটাররা আবারও তার ওপর আস্থা রাখবেন এবং বিপুল ভোটে তাকে জয়ী করবেন।
এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল। সেই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম নিজেই ঘোষণা করেছিলেন তিনি।
নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে আসায় ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, মহাসচিবের নির্বাচন ঘিরে তারা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন।
