এনসিপি থেকে পদত্যাগ করা সেই নেতা নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদে ছিলেন আরিফুল ইসলাম তালুকদার। তবে গেল ২৮ নভেম্বর এই পদ থেকে সরে দাঁড়ান। এবার তিনি জানালেন, গণঅধিকার পরিষদ থেকে তিনি নির্বাচন করছেন এবার।
তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! গণঅধিকার পরিষদ স্বকীয়তা ধরে রেখে আগামী নির্বাচনে অংশ নিবে এটি নিশ্চিত করেই প্রার্থীতা করার সিদ্ধান্ত নিলাম।’
চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ থেকে ট্রাক মার্কায় নির্বাচন করতে চলেছেন তিনি। তিনি জানান, ‘বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে এখনো গত ১৭ বছরের সেটাপের বিরুদ্ধে আমার যে সংগ্রাম সেটি যুগপৎভাবে চলবে ইনশাআল্লাহ। শহীদ বীর ওসমান হাদীর সম্মানে তার মতই এই নির্বাচনে অংশ নিয়ে প্রতিবাদের কৌশল গ্রহণ করলাম। বাংলার ইতিহাসে এ প্রজন্মের যুগ-নির্মাতা ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন দল থেকে নির্বাচন করছি বলে আমি গর্বিত।’
এর আগে গত ২৮ নভেম্বর এনসিপির আহ্বায়ক বরাবর একটি চিঠি দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন আরিফুল। তার অভিযোগ ছিল, দল অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি এবং বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা ও অনিয়মের কারণে তিনি পদত্যাগ করছেন পাননি।
