Logo
Logo
×

রাজনীতি

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে: জাকের পার্টি চেয়ারম্যান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ১১:৩৪ এএম

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে: জাকের পার্টি চেয়ারম্যান

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আর অবশ্যই যথাযথ সময়ে নির্বাচন হবে। একটি দল যদি নির্বাচনে না আসে, আরো দল তো আছে। তারাই একমাত্র দল নয়। জাকের পার্টি বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করবে।  সংবিধান অনুযায়ীই হবে সব।  তাই হাস্যকর দাবি ও বক্তব্য থেকে সরে আসতে হবে।

শুক্রবার ময়মনসিংহের টাউন হল ময়দানে ময়মনসিংহ বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ সব কথা বলেন। 

ময়মনসিংহ বিভাগীয় জাকের পার্টির সভাপতি সেলিম আল দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। 

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, তত্তাবধায়ক সরকার নিয়ে বলার অর্থ হচ্ছে দেশে বিবাদ সৃষ্টির কূটকৌশল।  কাজেই নির্বাচনে বাধা দেয়া, নির্বাচন  হতে না দেওয়ার ক্ষমতা কারো নেই। বিদেশী ষড়যন্ত্র থেকে দেশ বাসীকে সতর্ক থাকতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান ৭১ এ ইসলামের নামে মুসলমানদের রক্ষার কথা বলে পাক হানাদার বাহিনীর পৈশাচিক নিধনযজ্ঞের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

মোস্তফা আমীর ফয়সল পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের কাছে ক্ষমা চাইতেই পারে।  এতে লজ্জার কি আছে।  ভারত কাশ্মীর ছেড়ে দিলে, পাকিস্তানকেও তার অধিকৃত জম্মু কাশ্মীর ছেড়ে দিতে হবে। উপমহাদেশে শান্তি ও কল্যাণের লক্ষ্যে পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা। ভারত শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সেখানে ৩৩ কোটি মুসলমান আছে। কাজেই যুদ্ধ বিগ্রহ যাতে না হয়,  পাকিস্তানকে এই মুসলমানদের কথা  বিবেচনা করতে হবে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ যদি ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারে, তাহলে আপনারা কেন আপনাদের স্বল্পসংখ্যক নাগরিককে ফিরিয়ে নিচ্ছেন না।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম