Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতাদের তত্ত্বাবধানে উজিরপুরে রাস্তা সংস্কার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতাদের তত্ত্বাবধানে উজিরপুরে রাস্তা সংস্কার

বরিশালের উজিরপুরে ধামুরা-সানুহার সড়কের রাস্তা ইট-বালু ফেলে সংস্কারের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু।

বৃহস্পতিবার দুপুরে শোলক ইউনিয়নের বাবরখানায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়। তার এ উদ্যোগে পাঁচ ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

তারা জানান, রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আব্দুর রহিম হাওলাদার সেতু তার সার্বিক তত্ত্বাবধান ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাশার, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য কাওছার হোসেন খান, শোলক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম উদ্দীন খলিফা, যুবদল নেতা সোহেবুর রহমান খান, আলাউদ্দিন বেপারী, কবির শিকদার, ইয়াসিন ঢালী প্রমুখ।

দলীয় স্থানীয় নেতাকর্মীরা এ উন্নয়ন কাজ তদারকি করছেন।

আব্দুর রহিম হাওলাদার সেতু বলেন, ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে। উন্নত বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

রাস্তা সংস্কার স্বেচ্ছাসেবক দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম