Logo
Logo
×

রাজনীতি

তৃণমূল পর্যায় থেকে ঐক্য তৈরি করতে হবে: মামুনুল হক

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম

তৃণমূল পর্যায় থেকে ঐক্য তৈরি করতে হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের ঐক্য তৈরি করে ইসলাম ও দেশের মর্যাদা রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ইমানের শক্তিতে বিজয় আমাদের সুনিশ্চিত। সত্যের পতাকা উঁচু করে ধরে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। কষ্ট আসবে, বাধা আসবে কিন্তু আমরা পিছু হটবো না।

উত্তরবঙ্গের রংপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে রোববার রাত ১টার দিকে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে একটি হোটেলে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে ঘিরে রাখেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- মহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা শারাফাত হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা এজাজ উদ্দিন, মাওলানা আব্দুর রহমান মোল্লা, মাওলানা মতিউর রহমান লিটন, মাওলানা রুহুল আমিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, আবু রায়হান, জাহাঙ্গীর ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম