Logo
Logo
×

রাজনীতি

চব্বিশের চেতনার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সেলিমা রহমান

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

চব্বিশের চেতনার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব লুটপাট করেছে। এখন শুরু হয়েছে ২৪-এর চেতনা, যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ এই নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, সেই লক্ষ্যে সব নেতাকর্মীকে কাজ করতে হবে।

পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ এ কথা জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণ তার নেতাকে নির্বাচন করবে। বিএনপি ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি নেতা মাহবুব আলম মামুন, সিরাজুল ইসলাম, ইশা খান, জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম