Logo
Logo
×

শেয়ার বাজার

শেয়ারবাজারে দেখা গেল বড় দরপতন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

শেয়ারবাজারে দেখা গেল বড় দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজার দরপতনের ধারা থেকে বের হতে পারেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে, সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসইতে দিনের শুরু থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমতে থাকে এবং লেনদেন চলাকালীন দরপতনের তালিকায় আরও প্রতিষ্ঠান যুক্ত হয়। দিনের শেষে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র ৩৮টি প্রতিষ্ঠান, দাম কমেছে ৩২২টির এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল।

ভালো মানের বা উচ্চ লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১টির শেয়ারের দাম বেড়েছে, ১৮৮টির দাম কমেছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে ১৩টির দাম বেড়েছে, ৬১টির দাম কমেছে। ‘জেড’ গ্রুপের মধ্যে ১৪টির দাম বেড়েছে, ৭৩টির দাম কমেছে। ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২টির দাম বেড়েছে, ২৩টির দাম কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪,৯১৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১,০২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১,৮৯৫ পয়েন্টে নেমেছে।

লেনদেনের দিক থেকেও কমেছে বাজার। ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার তুলনায় প্রায় ৭৬ কোটি ৬৪ লাখ টাকা কম। সর্বাধিক লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে (২২ কোটি ৪২ লাখ টাকা), পরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ (১৮ কোটি ৫৫ লাখ টাকা) এবং ডমিনেজ স্টিল বিল্ডিং (১৩ কোটি ২৯ লাখ টাকা) অবস্থান করেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম ও লেনদেন কমেছে। ১৮২ প্রতিষ্ঠান থেকে ৪০টির দাম বেড়েছে, ১৩১টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম