|
ফলো করুন |
|
|---|---|
খুকির মনে খুশির রেখা
দিচ্ছে এসে উঁকি,
রং-তুলিতে ফুল, পাখিদের
করছে আঁকিবুঁকি।
প্রজাপতির পাখা আঁকছে
দিচ্ছে হরেক রং,
তার পিছনে ছুটছে খুকি
কত্তো রকম ঢং।
পাখিগুলো শিমুল ডালে
গাইছে মধুর সুরে,
এমন চিত্র আঁকবে খুকি
সবটা খাতা জুড়ে।
ফুল-পাখিদের সাথে খুকি
সময় করে পার,
ছবি আঁকার নেশা তবু
ছাড়ে না তো আর।
