শীতল হাওয়া
শেখ মোহাম্মদ ফরহাদ উদ্দিন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শীতল হাওয়ার দোল লেগেছে ভোরের সবুজ ঘাসে
জুঁই চামেলি পাতার ফাঁকে সুয্যিমামা হাসে
কিচিরমিচির পাখির ডাকে ঘুম ভেঙে যায় ভোরে
সোনালি রোদ দেয় যে উঁকি আমার ঘরের দোরে।
মাঠে মাঠে পাকা ধানের কী অপরূপ হাসি
আঁকাবাঁকা মেঠোপথে হাঁটে গাঁয়ের চাষি
সকাল বিকাল সন্ধ্যা রাতে শিশির ফোঁটা ঝরে
হেমন্তকাল এলে আমার মন আনচান করে।
দীঘির জলে পদ্ম হাসে শাপলা হাসে বিলে
কোয়াক কোয়াক ডাহুক ডাকে হাওড় বাঁওড় ঝিলে
শীতল হাওয়ার পরশ তখন ছড়ায় চতুর্দিক
সূয্যিমামা তেপান্তরে করে রে ঝিকমিক।
