Logo
Logo
×

সকাল বেলার পাখি

শিশুতোষ পত্রিকা

‘ছোটদের সময়’ ছোটদের মনন

Icon

শাহীন ইমতিয়াজ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছোটদের পত্রিকা ‘ছোটদের সময়’। ছোটদের মনন ও সুকুমার বিকাশের জন্য কাজ করে। ছোটদের শিশুসাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে পরিচয়ের কাজটি করে এ পত্রিকা। ২০১৪ সালে ‘ছোটদের সময়’ পত্রিকার যাত্রা। শুরু থেকে পাঠকমহলে শিশু-কিশোর পত্রিকা হিসাবে ‘ছোটদের সময়’ বেশ সমাদর লাভ করে। পত্রিকাটি নিয়মিত বের হচ্ছে। মাঝেমধ্যে ছোটদের জন্য বিশেষ বিশেষ সংখ্যাও বের করে থাকেন সম্পাদক, ছড়াকার ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। ‘ছোটদের সময়’ পত্রিকা ছাড়াও একই নামে তার একটি প্রকাশনা বিভাগ রয়েছে। ছোট্ট বন্ধুরা, ছোটদের সময় তোমাদের মেধাবিকাশের জন্য কাজ করে। তাই তো নিয়মিত শিশুসাহিত্য আড্ডা করে। ছোটদের সময় হাঁটি হাঁটি পায়ে এক যুগে পদার্পণ করেছে। যুগপূর্তিতে ‘সেরা ছোটদের সময় ও যুগপূর্তি ছোটদের সময়’ প্রকাশ করে। এ ছাড়া ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার। ‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ যুগপূর্তি উপলক্ষ্যে প্রদান করা হবে। আমরা সবাই একসঙ্গে জানব, শিখব এবং নিজের মেধা বিকাশে নিজেকে তৈরি করব। ছোটদের সময় যুগপূর্তিতে রইল শুভ কামনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম