ছড়াকবিতা
খুশির খবর
নাসিরুদ্দীন তুসী
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সন্ধ্যা হাসে গন্ধরাজের ঘ্রাণে,
বেঁচে থাকার সুবাস ছড়ায় প্রাণে।
মন খারাপের সময় কোথায় বলো?
ঘরে ফেরা পাখির কলগানেক্স
সন্ধ্যামুখর গন্ধরাজের ঘ্রাণে!
তারায় ভরা রাতের কী যে শোভা!
বাগানজুড়ে ফোটে চন্দ্রপ্রভা।
দূর আকাশে মেঘের সাথে চাঁদেরক্স
সাঁতার কাটার দৃশ্য মনোলোভা।
মন খারাপের সময় কোথায় বলো?
মনে মনে হারাই কতোখানে।
ভোর এসেছে আলোর গোলাপ ফোটে,
রঙিন মেঘের প্রজাপতি জোটে।
রাতের আঁধার উধাও হয়ে দেখি
সূর্যমুখী সূর্য হয়ে ওঠে!
মন খারাপের সময় কোথায় বলো?
খুশির খবর মনই তো সব জানে।
