ভূমিকম্প
দরজা খুলতেই উড়ে গেল কথা বলা পাখিটি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
শুক্রবারের স্বাভাবিক সকাল। ছুটির আমেজ রাজধানীতে। আলসেমি ভর করা সকালে হঠাৎ কেঁপে উঠল চারপাশ। পাশের আলমারি, শোকেচ, রান্নাঘরের হাড়ি-পাতিল, তৈজসপত্র নড়ছে সব। ভবনটা মনে হচ্ছে গাছের মতো দুলছে। মনে হলো চারপাশের সব দেয়াল ভেঙে যাবে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশটাকে ধরে ঝাঁকিয়ে দিল। স্মরণকালের এ ভূমিকম্প নিয়ে অনেকেই তাদের অভিজ্ঞতা, অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভূমিকম্পের সময় উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সমৃদ্ধি তাবাস্সুম RJ Somriddhi Tabassum নামে একজন তার সাধের পোষা পাখিটি হারিয়েছেন। ভূমিকম্পের সময় ঘরের দরজা খুলতেই তার কথা বলা পাখিটি উড়ে যায়। আর ফিরে আসেনি। হলুদ রঙের লুটিনো ককটেল মেইল পাখিটি কেউ পেলে তা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘ভূমিকম্পের সময় আমি দরজা খুলে দৌড় দেওয়ায় আমার পোষা পাখি আমার সাথে উড়াল দেয়। আমার সাথে ঘুমায় সে।ওর নাম pookie। কথা বলে আর শিস ফুকাতে পারে। বাসাবো কালীবাড়ির সামনে কারো বাসায় গেলে যদি ফিরিয়ে দিতেন আমার আত্মা শান্তি পেতো খুব। হলুদ লুটিনো ককটেল মেইল।’
