মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সিদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কমবয়সি ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে, মালয়েশিয়ার এ সিদ্ধান্ত সেই বৈশ্বিক প্রবণতারই অংশ।
রোববার দেশের যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, সরকার বর্তমানে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বয়সসীমা প্রয়োগের পদ্ধতি পর্যালোচনা করছে। তিনি বলেন, কিশোর-কিশোরীদের সাইবারবুলিং, আর্থিক প্রতারণা ও শিশু যৌন নিপীড়নের মতো অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে এ উদ্যোগ অত্যন্ত জরুরি।
ফাদজিল বলেন, আমরা আশা করছি আগামী বছরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো সরকারের সিদ্ধান্ত মেনে ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার অনুমতি বন্ধ করবে।
বৈশ্বিক প্রেক্ষাপট
শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব এখন আন্তর্জাতিকভাবে একটি বড় উদ্বেগের কারণ। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই মামলা হয়েছে—অভিযোগ, তারা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকট আরও তীব্র করেছে।
অস্ট্রেলিয়ায় আগামী মাস থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই কঠোর পদক্ষেপ বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের নজর কাড়ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও যৌথভাবে বয়স যাচাইয়ের একটি মডেল অ্যাপ পরীক্ষা করছে।
আঞ্চলিক প্রেক্ষাপট
মালয়েশিয়ার প্রতিবেশী ইন্দোনেশিয়া এ বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে পরে তারা তুলনামূলক শিথিল নীতি গ্রহণ করে, যেখানে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর নেতিবাচক কনটেন্ট ফিল্টার করা এবং বয়স যাচাই কঠোর করার বাধ্যবাধকতা আনা হয়।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ নীতি
সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট বৃদ্ধির অভিযোগে বিভিন্ন প্ল্যাটফর্মের ওপর নজরদারি আরও জোরদার করেছে। এর মধ্যে রয়েছে অনলাইন জুয়া, বৈষম্যমূলক পোস্ট এবং জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত সংবেদনশীল বিষয়।
নতুন নীতিমালা অনুযায়ী, মালয়েশিয়ায় আট মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে এমন প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপগুলোকে এ বছরের জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হচ্ছে।
সূত্র: আল-জাজিরা

