ভারতে আজহারীর নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় নিজের নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
মিজানুর রহমান আজহারী লেখেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে। এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার। এই মাহফিলের সাথে কোনোভাবেই আমার কোন সম্পৃক্ততা নেই।
স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে মিজানুর রহমান আরও লেখেন, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই। সকলের জ্ঞাতার্থে জানাতে চাই— এধরণের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।
