Logo
Logo
×

খেলা

‘বিশ্বমানের খেলোয়াড়েরা স্ট্রাগল করে, আমিও করছি’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

‘বিশ্বমানের খেলোয়াড়েরা স্ট্রাগল করে, আমিও করছি’

তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

২০১৪ সালের সুখস্মৃতি নিয়ে নেমেছিল হংকং। বাংলাদেশের সঙ্গে এ যাত্রায় পেরে ওঠেনি। দেড়শ রানের নিচে থাকা পুঁজিতে চেষ্টা করেছিল বটে। তবে লিটন দাসের দাপটে তা ধোপে টেকেনি। এশিয়া কাপে জয়ে শুরুর দিনে বাড়তি হয়ে আলোচনায় এসেছেন তাওহীদ হৃদয়। বিশেষ করে তার ব্যাটিং স্টাইল ও পাওয়ার হিটিং নিয়ে উঠেছে প্রশ্ন।

সংযুক্ত আরব আমিরাতে ৭ উইকেটে জয় পাওয়ার দিনে তাওহীদ ৩৬ বলে ৩৫ রান করেছিলেন। অপরাজিত ইনিংসে ধুঁকছিলেন, ব্যাটে বল আনতে ভুগছিলেন। ৯৭ এর একটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা ইনিংসে ছিল মোটে একটি বাউন্ডারি। 

গুরুত্বপূর্ণ পজিশনে নামা তাওহীদের এই অবস্থা কেন? খোদ তাওহীদ স্বিকার করেছেন, ‘তিনি ধুঁকছেন।’ টাইগার ব্যাটার একটা অজুহাতও যেন দিয়েছেন, ‘বিশ্বমানের খেলোয়াড়েরাও স্ট্রাগল করে, আমিও করছি। আমি চেষ্টা করছি। হয়তো হচ্ছে না।’

বাংলাদেশের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয়। এত অভিজ্ঞতা নিয়েও এমন একটা দলের বিপক্ষেও কেন এমন ব্যাটিং প্রদর্শনী? জবাবে তাওহীদ শুনিয়েছেন প্রত্যয়ের কথা, ফেরার ইচ্ছে, ‘যেটা বললেন, হানিমুন পিরিয়ড (আসলেই) শেষ। চেষ্টা করছি, অনুশীলনে যাচ্ছি। হয়তো হচ্ছে না। যত বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা সবাই-ই কিন্তু এক গ্রাফে যেতে পারে না।’

হংকং তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও হৃদয় রান করেছেন ধীরগতিতে। এর পেছনে কারণও দেখিয়েছেন, ‘উইকেট ট্রিকি ছিলো। এরকম দলের বিপক্ষে নিয়মিত খেলিনা। তাই একটু মানিয়ে নিতে হয়েছে। নেট রান রেটের হিসেব মাথায় ছিল। তবে আগে দেখতে হবে জয় পাই কিনা। ট্রাই করেছি, ব্যাটে বলে হচ্ছিলো না।’

সবশেষ স্ট্রাগল করার কথাও স্বিকার করেছেন তাওহীদ, ‘আমার উন্নতির অনেক জায়গা আছে। আমার হাতে যেটা আছে, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, স্ট্রাগল করছি। বিশ্বের যত খেলোয়াড় আছে, সবাই কমবেশি করে। হয়তো ইনিংসগুলো বড় করতে পারছি না। চেষ্টা করছি, এখান থেকে যদি আরেকটা ধাপ ওপরে নিতে পারি। দুই-তিনটা বাউন্ডারি হলে হয়তো দৃশ্যপটও বদলে যাবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম