বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ খান, এরপর যা হলো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দারুণ বিনোদন দেন। কখনো শট খেলে, আবার কখনো ছোটখাটো কাণ্ডে দর্শককে মাতিয়ে তোলেন। এমনই এক ঘটনা ঘটে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে।
দল যখন ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন মাঠে নামেন রশিদ। মোহাম্মদ নবির সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি। রশিদের অবদান ছিল ২৩ বলে ২৪ রান। যদিও তার স্ট্রাইক রেট একটু কম ছিল, তবে এই জুটি আফগানিস্তানকে ধস থেকে বাঁচায়।
১৮তম ওভারে ঘটে যায় মজার এক কাণ্ড। নুয়ান থুসারার করা প্রথম বল ছিল দারুণ এক স্লোয়ার ইয়র্কার। রশিদ আগেভাগেই সুইপ খেলতে গিয়ে মিস করেন, বল পায়ে লেগে স্টাম্পে লেগে যায়। কিন্তু তখন থুসারা ভেবেছিলেন এলবিডব্লিউ হয়েছে, তাই আম্পায়ারের দিকে ফিরেই আবেদন করেন।
অন্যদিকে রশিদও বুঝতে পারেননি যে তিনি ‘বোল্ড’ হয়ে গেছেন। তিনি ভেবেছিলেন আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়েছেন এবং রিভিউ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
আসলে দু’জনেই এলবিডব্লিউ আউটের জন্য আবেদন করছিলেন, অথচ সেটা ছিল বোল্ড আউট! পরে এলইডি স্টাম্প জ্বলে উঠতেই সবাই হাসিতে ফেটে পড়েন। থুসারা আর রশিদ নিজেও হাসলেন, সঙ্গে শ্রীলঙ্কার খেলোয়াড় ও দুই আম্পায়ারও।
ম্যাচের শেষদিকে অবশ্য সব আলো কেড়ে নেন মোহাম্মদ নবি। শেষ ওভারে ভেল্লালাগেকে একাই মেরে বসেন পাঁচ ছক্কা। এরপরও অবশ্য আফগানিস্তান ম্যাচটা হেরেছে ৬ উইকেটে। তাতে টুর্নামেন্ট থেকেও বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের।
