Logo
Logo
×

খেলা

ভারতকে হারাতে আফ্রিদিকে ওয়াসিমের পরামর্শ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

ভারতকে হারাতে আফ্রিদিকে ওয়াসিমের পরামর্শ

এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখায় ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। আজ সুপার ফোরের ম্যাচে ফের ভারতের মুখোমুখি পাকিস্তান।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদিকে কৌশল বাতলে দিলেন দলটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। 

ওয়াসিম আকরাম বলেন, ‘প্রথমে আমি চাই না আফ্রিদি তার সচরাচর বোলিং করুক, কারণ সারা বিশ্বই এখন তার প্ল্যান জানে। অবশ্যই একটি ‘প্ল্যান বি’ থাকা উচিত। এক বা দুইটি ইয়র্কার ঠিক আছে, কিন্তু ধারাবাহিকভাবে নয়। যদি ধারাবাহিক ইয়র্কার মিস হয়, তা সহজেই বাউন্ডারিতে পরিণত হবে। লেন্থ মিশিয়ে বোলিং করা ভালো।’

পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে। প্রথম ব্যাট করে পাকিস্তান মাত্র ১২৭ রান সংগ্রহ করে, আর ভারতের স্পিনার কুলদীপ যাদব তিন উইকেট নেন। এরপর ভারত ১৫.৫ ওভারে সহজে লক্ষ্য তাড়া করে জেতে।

ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘কুলদীপের বোলিং স্টাইল পাকিস্তানি ব্যাটসম্যানরা বুঝতে পারছে না।

যাদবের বোলিং নিয়ে সুনীল গাভাস্কার বলেছেন, ‘যতক্ষণ আপনি তার হাত থেকে বোলিং পড়তে না পারেন, ততক্ষণ আপনি এই ধরনের বোলিং বোঝতে পারবেন না। তারা কুলদীপের বিপক্ষে বল ঠিকভাবে পড়তে পারেনি।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম