আমিরাতের লিগে ১ কোটি পাবেন তাসকিন, সাকিব ৫০ লাখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল; টুর্নামেন্টের নিলামের আগেই সরাসরি দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
এবার নিলামে দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার; অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ।
বিসিবি তাসকিনকে আইএল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে গত বছর লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি।
সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও আইএল টি-টোয়েন্টিতে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার।
আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি।
গতকাল বুধবার (১ অক্টোবর) আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে ভারতীয় ধন কুবের ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস।
এছাড়া দেশের গতিময় পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।
নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি।
গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে।
২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএলটি টি-টোয়েন্টিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি।
দল পাননি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা পাকিস্তানের সাইম আইয়ুব। দল পাননি পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির, ইংলিশ তারকা জেসন রয়, দক্ষিণ আফ্রিকান তারকা টেম্বা বাভুমা, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন, পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।
