|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-২০ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাননি মোস্তাফিজুর রহমান। ফলে কাটার মাস্টারের এই টুর্নামেন্ট খেলা হচ্ছে না। তাই ইতোমধ্যেই মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আগামী মৌসুমের আইএলটি-২০ এর জন্য স্কোয়াড তালিকা প্রকাশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। সেই তালিকায় দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে।
যদিও মাসকয়েক আগে লুক উডের পরিবর্তে মোস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল দলটা। সবশেষ খবর, বিসিবি থেকে এনওসি এনওসি না পাওয়ায় মোস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই।
এই দলটার হয়ে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে খেলা সাকিব আল হাসান দল পেয়েছেন এমআই এমিরেটসে। মোস্তাফিজ আবার দলটার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।
উল্লেখ্য, সাকিবের পাশাপাশি দল পেয়েছেন তাসকিন আহমেদও। ৮০ হাজার মার্কিন ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
