Logo
Logo
×

খেলা

দেশের ক্রিকেট উন্নয়নের ‘প্রেমে’ পড়ে গেছেন বুলবুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

দেশের ক্রিকেট উন্নয়নের ‘প্রেমে’ পড়ে গেছেন বুলবুল

বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

বুলবুল বলেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

আগামীকাল মঙ্গলবার প্রথম বোর্ড সভা ঢেকেছেন বিসিবির নবনির্বাচিত সভাপতি। বিসিবি এক বার্তায় জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২টায় মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভা হবে।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম