Logo
Logo
×

খেলা

কোচের পদত্যাগ দাবি

স্তম্ভিত, ক্ষুব্ধ ভক্তদের কাঠগড়ায় কাবরেরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

স্তম্ভিত, ক্ষুব্ধ ভক্তদের কাঠগড়ায় কাবরেরা

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সংগৃহীত ছবি

ম্যাচ তো নয় যেন নখ কামড়ানো স্নায়ুক্ষয়ী টেনশন। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে গোল হজম এবং হার। অভাবনীয় ও অপ্রত্যাশিত হারে হতাশায় ভেঙে পড়া হামজা চৌধুরী মাঠে বসে পড়েন। মাথা নাড়েন বিস্ময়ে, হতাশায়। এটা কী হলো! এভাবেও কি হারা যায়! 

হামজার গোলেই ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আরও গোল হয়। শেষ পর্যন্ত সাত গোলের থ্রিলার ম্যাচে ৪-৩ ব্যবধানে বাংলাদেশের হার না-মানা হার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জীবন-মরণ ম্যাচে নিজেদের মাঠে হেরে কার্যত আশা শেষ হয়ে গেল জামাল ভূঁইয়াদের।

ম্যাচ শেষে ক্ষুব্ধ দর্শকরা সব রাগ-হতাশা ঝেড়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ক্ষুব্ধ লাল-সবুজ ভক্তদের কাঠগড়ায় কোচ। তাদের রাগের কারণ, আবারও একাদশ নির্বাচনে কোচের অদূরদর্শিতা ও অপরিপক্বতা।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে উত্তেজিত সমর্থকরা যমুনা টেলিভিশনকে বলেন, ‘যে একাদশ শেষের দিকে খেলল, কোচ যদি সেটিকে শুরুর একাদশ হিসাবে মাঠে নামাতেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশ জিতত।’

এ সময় বাংলাদেশ দলের অনুরাগীরা স্প্যানিশ কোচ কাবরেরার পদত্যাগ দাবি করেন। তাদের সাফ কথা, এই কোচকে বাদ দিতে হবে। সিঙ্গাপুরের কাছেও ঘরের মাঠে কোচের ভুল একাদশ নির্বাচনের খেসারত দিয়ে বাংলাদেশ হারার পর একই দাবি উঠেছিল।

তারপরও বাফুফে কেন তাকে বহাল রেখেছে, এই প্রশ্ন ফুটবলবোদ্ধাদের। প্রায় ২৭ ঘণ্টা আকাশভ্রমণ করে কানাডা থেকে ঢাকায় আসা মিডফিল্ডার শমিত সোমের দুর্দান্ত হেডে বাংলাদেশ স্কোরলাইন ৩-৩ করেছিল। অথচ, শমিতকে কোচ প্রথম একাদশে রাখেননি। মাত্র একদিন বিশ্রাম নিয়ে বদলি হিসাবে মাঠে নেমে মুনশিয়ানা দেখিয়েছেন এই মিডফিল্ডার। আরেক প্রবাসী জায়ান আহমেদকেও প্রথম একাদশে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেননি কাবরেরা। 

এ নিয়ে ভক্তদের ক্ষোভ ও হতাশা চরমে ওঠে। ম্যাচের ১০০ মিনিটে গোল হজম করে ৪-৩ ব্যবধানে নিজেদের হার দেখে তাদের হতাশা রূপ নেয় প্রচণ্ড ক্ষোভে। ক্ষোভ থেকে তারা কোচের পদত্যাগের দাবিতে সোচ্চার হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম