Logo
Logo
×

খেলা

হারের পুরো দায় নিচ্ছেন কাবরেরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

হারের পুরো দায় নিচ্ছেন কাবরেরা

হাভিয়ের কাবরেরা। সংগৃহীত ছবি

হংকং চায়নার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি হামজাদের হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার স্তম্ভিত হয়ে যায় লাল-সবুজের দল। এমন হারে অনেকেই দায় দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের ওপর।

৪-৩ গোলে হারার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’

বাংলাদেশ এই ম্যাচে শুরুতে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও পরে ৩-১ গোলে পিছিয়ে যায় আবার। যোগ করা সময়ে শমিত সোমের গোলে সমতায় ফিরে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা করছিল বাংলাদেশ। সে আশাও শেষ হয়ে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে।

ম্যাচে বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের গোলগুলো হয়েছে বাংলাদেশের ভুল থেকেই। তবে কাবরেরা এত শুধু ডিফেন্ডারদের দোষ দিতে রাজি নয়। কাবরেরা বলেন, ‘আমার কাছে এটা শুধুই ডিফেন্ডারদের দোষ নয়। কারণ, গোলের পরিস্থিতিগুলো শুধুই ডিফেন্ডারদের ওপর নির্ভর করছিল না। একদম শেষ মুহূর্তে একটা অপ্রয়োজনীয় ভুল আমাদের বিপদে ফেলে দিয়েছে।’

এই হারে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ। আপাতত মনোযোগ তাই সেখানেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম