টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইউএই, যা বললেন গর্বিত অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়ে গর্বে উজ্জ্বল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্ব আসরে দল ভালো কিছু করবে বলে প্রত্যাশা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওমানের আল আমারাতে জাপানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া/পূর্ব এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ তিনে থেকে মূলপর্বে উঠেছে ইউএই। এর মাধ্যমে তারা নেপাল ও ওমানের সঙ্গে শেষ তিন দল হিসেবে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেন, এটা আমাদের জন্য খুবই গর্বের মুহূর্ত। দলের পারফরম্যান্সে আমি ভীষণ খুশি। আমরা এখানে একদল চ্যাম্পিয়নের মতো খেলেছি। আমার বিশ্বাস, দল সামনের ম্যাচগুলো ও বিশ্বকাপে আরও ভালো করবে। আমি নিশ্চিত, আমরা দারুণ কিছু পারফরম্যান্স উপহার দেব।
এই জয়ের ফলে জাপান, সামোয়া ও কাতার ছিটকে গেছে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে।
আগের আসরের শীর্ষ সাত দল—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র—আগেই ২০২৬ সালের আসরে জায়গা পেয়েছে। কো–হোস্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ সাতে থাকার সুবাদে কানাডা পেয়েছে আমেরিকা অঞ্চলের একমাত্র কোটা।
ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আর আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে জায়গা পেয়েছে মূলপর্বে।
আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

