Logo
Logo
×

খেলা

পাকিস্তানে অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম

পাকিস্তানে অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন

পাকিস্তান ক্রিকেটে আবারও অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে পেস বোলার শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে শাহিনকে দায়িত্ব দেওয়া হতে পারে।

বাবর আজমের পরে ওয়ানডের নেতৃত্বে আসেন রিজওয়ান। তার অধীনে দল সাফল্য পায়নি। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেও ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি।

 শাহিন শাহ আফ্রিদি এর আগে  ২০২৪ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন। যদিও এক সিরিজের পর তিনি এই দায়িত্ব হারান। 

তবে পাকিস্তান সুপার লিগে তার অধিনায়কত্ব বিশেষভাবে নজর কেড়েছে। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে তিনটি পিএসএল শিরোপা জিতেছেন ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে।

পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিনায়কত্ব হারালেও রিজওয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম