Logo
Logo
×

খেলা

রশিদ খান কি পিএসএল ছাড়ছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

রশিদ খান কি পিএসএল ছাড়ছেন?

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে পারেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনর রশিদ খান। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্টে তাই মনে করছেন ভক্ত সমর্থকরা। 

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সেই হামলায় আফগান ঘরোয়া লিগের ৩ জন ক্রিকেটার সহ অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত।

এই হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্সের সঙ্গে নিজের নামের ট্যাগটি সরিয়ে দিয়েছেন আফগান তারকা স্পিনার রশিদ খান।

রশিদ খান এক বিবৃতিতে হামলাটিকে ‘বর্বরোচিত ও অমানবিক’ বলে নিন্দা জানান। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ব যেন এই অন্যায় ঘটনাকে ভুলে না যায়।’

এরপরই নিজের এক্স প্রোফাইলের বায়ো থেকে লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেন রশিদ। তিনি ২০২০ সাল থেকে এই পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক হামলার পর রশিদ খানের এই পদক্ষেপকে অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো আগামী পিএসএল আসর থেকে নাম প্রত্যাহার করতে পারেন।

সীমান্তে উত্তেজনার কারণে দুই দেশের ক্রিকেট সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কারণে পাকিস্তানে গিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১৭ থেকে ২০ নভেম্বর লাহোর ও রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে খেলার কথা ছিল আফগানিস্তানের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম