Logo
Logo
×

খেলা

রিয়াল কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন ভিনিসিয়ুস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম

রিয়াল কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন ভিনিসিয়ুস

বদলি হওয়ার পর রাগে মাঠ ছাড়লেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র/সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয় ছাপিয়ে এখন আলোচনায় চলে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের আচরণ। নিজেদের কোচ জাভি আলনসোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন তিনি।

গত রাতের ম্যাচের মাঝপথে তাকে তুলে নেন কোচ জাবি। তবে বদলি হওয়ার পর রাগে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান ভিনিসিয়ুস জুনিয়র। শনিবার রাতে বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ‘এল ক্লাসিকো’তে এমন দৃশ্যই দেখা গেছে। 

৭১ মিনিটে ভিনিসিয়ুসকে বদলি করে নামানো হয় তারই স্বদেশি রদ্রিগোকে। এর আগে তিনি জয়সূচক গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর কিছুক্ষণ পরই তুলে নেওয়ার ফলে তিনি রাগ ঝেড়েছেন কোচের ওপর। 

রিয়াল মাদ্রিদ শেষ চারটি ক্লাসিকোতে হারের পর অবশেষে জয়ের দেখা পায় ২–১ ব্যবধানে। এটি আলোনসোর জন্য একটি বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। তবে ভিনিসিয়ুসের রাগী প্রতিক্রিয়া আবারও দেখাল, দলে তার মতো তারকা খেলোয়াড়দের সামলানো সহজ হবে না।

মে মাসে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিনিসিয়ুস ও আলোনসোর সম্পর্কে টানাপোড়েন চলছে। চলতি মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বদলি করে নেওয়া হয়েছে, যদিও আলোনসো ইতোমধ্যেই ভিনিসিয়ুস ও কিলিয়ান এমবাপ্পের সমন্বয়ের উপায় খুঁজে বের করে ফেলেছেন।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়ুস ছিলেন দারুণ ছন্দে। তিনি আক্রমণে তীক্ষ্ণ ছিলেন, ডিফেন্সে সহায়তা করেছেন, আবার দর্শকদের উজ্জীবিত করতেও আহ্বান জানিয়েছেন। ৪২ মিনিটে তার এক ক্রস থেকেই তৈরি হয় রিয়ালের দ্বিতীয় ও জয়সূচক গোলটা। সেই বল মাথা দিয়ে বাড়ান মিলিতাও, পরে জুড বেলিংহ্যাম সেটি ঠেলে দেন জালে। এর কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ তৈরি করেন ভিনিসিয়ুস, তবে এমবাপ্পে অফসাইড থাকায় সেটি বাতিল হয়।

বদলি হওয়ার পরও তার নাম ছিল আলোচনায়। ম্যাচের একদম শেষ দিকে বার্সেলোনার খেলোয়াড় পেদ্রির লাল কার্ডের পর দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভিনিসিয়ুস আবার মাঠে ফিরে আসেন। তখন তাকে বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা যায়, পরে সতীর্থরা তাকে সরিয়ে নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম