কেন্দ্রীয় চুক্তি সই করেননি রিজওয়ান, জুড়ে দিলেন শর্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে এখনো স্বাক্ষর করেননি পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার আগে একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি। তাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার হলো কেন? সে কারণ জানতে বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।
পিসিবি সূত্রে জানা গেছে, রিজওয়ান চুক্তিতে স্বাক্ষর করার আগে কিছু শর্ত দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, কী কারণে তাকে জাতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচকদের সেই সিদ্ধান্তের যৌক্তিকতা কী।
জানা গেছে, ২০২৫–২৬ মৌসুমের জন্য রিজওয়ানকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। তবে এখন পর্যন্ত তিনি সেই চুক্তিতে স্বাক্ষর করেননি।
অন্যদিকে, কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত বাকি ২৯ জন ক্রিকেটার ইতোমধ্যেই বোর্ডের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। পিসিবির পক্ষ থেকে এখনো রিজওয়ানের দাবি বা অবস্থান নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
