|
ফলো করুন |
|
|---|---|
ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং। কিন্তু বলটি গ্লাভসে নিতে পারেননি লিটন দাস।
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের উঠতি বলটি ব্রেন্ডন কিংয়ের ব্যাট ছুঁয়ে স্লিপের দিকে গেলে উইকেটকিপার লিটন কুমার নিজেই সেটা নিতে গিয়ে গ্লাভসে জমাতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংস ওপেন করতে ব্রেন্ডন কিংয়ের সঙ্গে নেমেছেন অ্যালিক অ্যাথানেজ।
অবশ্য দ্বিতীয় ওভার তথা ইনিংসের নবম বলে তাসকিন আহমেদের বলে মিডঅফে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন কিং। আগের ওভারে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া উইন্ডিজ ওপেনার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ফিরলেন ৪ বলে ১ রান করে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রান করে ১৬ রানে জয় পেয়েছে সরকারী উইন্ডিজ। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।
সেই দিক থেকে বললে বাংলাদেশ দলের জন্য সিরিজ রক্ষার ম্যাচ আজ। সিরিজ হার এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
প্রথম টি–টোয়েন্টির দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান নেই, তার জায়গায় দলে ফিরেছেন আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলী।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলে আজ কোনো পরিবর্তন নেই।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, রোভমান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
