Logo
Logo
×

খেলা

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলে আসতে পারে ৩ বদল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলে আসতে পারে ৩ বদল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ দল—একাদশে আসতে পারে তিন বদল/ফাইল ছবি

প্রথম ম্যাচে ১৬, দ্বিতীয় ম্যাচে ১৪ রানের হার। আর তাতেই টানা ৪ সিরিজ জয়ের ধারা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন আবার দলে জেঁকে বসেছে হোয়াইটওয়াশের শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে আসতে পারে ৩ বদল।

১৫ জনের স্কোয়াডের ১২ জন শুরুর দুই ম্যাচে খেলেছেন। প্রথম ম্যাচে খেলা নুরুল হাসান সোহান দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন, দলে ঢুকেছেন জাকের আলী অনিক। তবে তবে দলের আরও ৩ জন এখন পর্যন্ত সুযোগ পাননি। তারা হলেন– ওপেনার পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার শেখ মাহেদী হাসান, আর পেসার শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আছে আর ৪ ম্যাচ। এমন পরিস্থিতিতে স্কোয়াডে থাকা বাকিদের বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

ওপেনার ইমনকে জায়গা করে দিতে মিডল অর্ডার থেকে একজনকে সরিয়ে দিতে পারে ম্যানেজমেন্ট। সেই ব্যক্তি হতে পারেন শামীম পাটোয়ারী। শুরুর দুই ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ১ ও ১ রান।

শেখ মাহেদী ঢুকতে পারেন নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেনের জায়গায়। এদিকে শরিফুল একাদশে আসতে পারেন মুস্তাফিজুর রহমানের জায়গায়। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম