Logo
Logo
×

খেলা

রিয়ালের প্রতি ক্ষোভ প্রকাশ করে ভিনি কি শাস্তি পাবেন? যা বললেন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

রিয়ালের প্রতি ক্ষোভ প্রকাশ করে ভিনি কি শাস্তি পাবেন? যা বললেন কোচ

কোচ জাবি আলনসোর সঙ্গে ভিনি জুনিয়র/সংগৃহীত

‘বিতর্ক’ শব্দটি যেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের পিছুই ছাড়ছে না। এবার নিজের ক্লাব কোচের সমালোচনা করে আবারও বিতর্কের জন্ম দিলেন ভিনি।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলনসোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিনি, যা নিয়েই তৈরি হয় বিতর্ক। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের এই আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। 

পাশাপাশি সমর্থক, সতীর্থ এবং ক্লাবের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি ক্লাব ছাড়ারও হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি চলে গেলে যদি ক্লাবের লাভ হয়, তাহলে আমি চলেই যাচ্ছি!’

তবে এবার ভিনিসিয়ুস বললেন ভিন্ন কথা। তিনি জানান, রিয়ালের প্রতি গভীর ভালোবাসার কারণেই আবেগে এমন আচরণ করে ফেলেছিলেন। তিনি আরও যোগ করেন,  তিনি ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবটির হয়েই খেলতে চান।

এই বিষয়টিই মনে ধরেছে জাবি আলনসোর। শুক্রবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে কোচ জাবি আলনসো বলেন, ‘ভিনি অসাধারণ ছিল, একদম নিখুঁত। সে যা অনুভব করেছে, সেটা সত্যভাবে বলেছে। আমি এতে খুবই সন্তুষ্ট। আমার কাছে তখনই বিষয়টি শেষ।’

ভিনিসিয়ুস তার ক্ষমা প্রার্থনায় আলনসোর নাম সরাসরি উল্লেখ না করলেও, রিয়াল কোচ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আলনসো বলেন, ‘ভিনি সততা দেখিয়েছে এবং এর জন্য কোনো শাস্তি তাকে পেতে হচ্ছে না। বুধবারেই সব মিটমাট হয়েছে, আমরা দারুণভাবে অনুশীলন করেছি। ভিনি ভালো আছে, সে কোনো শাস্তি পাচ্ছে না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম