Logo
Logo
×

খেলা

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

ইউরোপিয়ান গোল্ডেন বুট হাতে এমবাপ্পে/সংগৃহীত

গেল মৌসুমে সব ইউরোপীয় প্রতিযোগিতা মিলে সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছিলেন তিনি। সেই সুবাদে এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে লা লিগায় ৩১টি সহ সব মিলিয়ে মোট ৪৪টি গোল করে তিনি এই সম্মান অর্জন করেন।

এমবাপ্পের ক্যারিয়ারে এটিই প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট। ইউরোপের প্রধান লিগগুলোতে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে এই বিশেষ পুরস্কারটি দেওয়া হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবার এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় অর্জন। রিয়ালের হয়ে খেলা আনন্দের, এটি আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আশা করি আরও অনেক বছর এখানে খেলতে পারবো। সতীর্থ ও সমর্থকদের ছাড়া এটি সম্ভব হতো না।’

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন এমবাপ্পে। এর আগে ২০১৪-১৫ মৌসুমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই পুরষ্কার, এছাড়া ক্যারিয়ারে মোট চারবার এই সম্মান অর্জন করেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে সর্বাধিক ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি।

চলতি মৌসুমেও এখন পর্যন্ত এমবাপ্পে লা লিগার সর্বোচ্চ গোলদাতা। লা লিগায় ১০ ম্যাচে ১১ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৩ ম্যাচে ১৬ গোল করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম