Logo
Logo
×

খেলা

রোহিতের পর কোহলির বিশ্বরেকর্ডও কেড়ে নিলেন বাবর আজম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম

রোহিতের পর কোহলির বিশ্বরেকর্ডও কেড়ে নিলেন বাবর আজম

কোহলির বিশ্বরেকর্ড ভাঙার পথে বাবর আজম/সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আরেকটি ইতিহাস গড়লেন তিনি। শনিবার (১ নভেম্বর) ৩৬ বলে ফিফটি তুলে নিয়ে তিনি বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক বনে গেছেন।

এই ম্যাচে বাবর তার ৩৭তম ফিফটি করেন, সঙ্গে আছে তিনটি সেঞ্চুরি। এর আগে কোহলির ছিল ৩৮টি ফিফটি ও একটি সেঞ্চুরি। তবে বাবর এই ইনিংসের পর সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন। এখন তার নামের পাশে আছে সর্বোচ্চ ৪০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। কোহলি আছেন দ্বিতীয় স্থানে ৩৯টি নিয়ে, এরপর আছেন রোহিত শর্মা (৩৭), মোহাম্মদ রিজওয়ান (৩১) ও ডেভিড ওয়ার্নার (২৯)।

Babar Azam's 47-ball 68 took Pakistan closer to a win, Pakistan vs South Africa, 3rd T20I, Lahore, November 1, 2025
ফিফটির পর বাবর আজম/ক্রিকইনফো

গত রাতে যখন তিনি নামলেন, তখন দল ছিল দারুণ বিপদে। আগের ম্যাচে দারুণ এক ফিফটি করা সাইম আইয়ুব শূন্য রানে আউট হন। তবে সে বিপদ সামলান বাবর, ঠাণ্ডা মাথায় ইনিংস গড়ে তোলেন তিনি। এরপর পেয়ে যান প্রায় প্রায় ১৭ মাস পর তার প্রথম টি-টোয়েন্টি ফিফটিও। 

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়েছিলেন বাবর। মাত্র ১১ রানে আউট হলেও রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। রোহিতের ১৫৯ ম্যাচে ৪২৩১ রানের রেকর্ড ভেঙে বাবর সেই জায়গা নেন মাত্র ১৩০ ম্যাচে।

পাকিস্তানের ইনিংসে বাবর করেন ৪৭ বলে ৬৮ রান। তাতে ভর করে ১৯ ওভারে ছয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান, সিরিজও জেতে ২-১ ব্যবধানে। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে ৫৫ রানে হেরেছিল তারা, কিন্তু লাহোরে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। প্রোটিয়াদের ১৩৯ রানে আটকে রাখতে ৩ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম