ক্যাভালরি এফসির হয়ে শমিত সোম/ফেসবুক
|
ফলো করুন |
|
|---|---|
কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত শোম। দারুণ পারফর্ম করছেন। এবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি। তার দল ক্যাভালরি এফসিকে তুললেন প্লে অফ ফাইনালে।
আজ প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের দারুণ এক জয় পায় শমিতের দল ক্যাভালরি। ম্যাচের ৫৭তম মিনিটে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে হারায় তারা।
এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন শমিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে হরহামেশাই ওঠেন তিনি, আজও উঠেছেন। প্রতিপক্ষ অর্ধে ১২টা পাসের ১১ বারই সফল হয়েছেন, দুটো আবার কি পাসও আছে। ড্রিবল করেছেন ১টি। বল প্রতিপক্ষের পা থেকে আদায় করেছেন ৪ বার।
এমন পারফর্ম্যান্সের পর সোফাস্কোর তাকে দিয়েছে ৭.৫ রেটিং। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল স্রেফ ৩ জনের।
তবে তার এমন পারফর্ম্যান্সে বাংলাদেশের ভাবনা একটু বাড়ল বৈকি! শমিত নিজের পরবর্তী ম্যাচটা খেলবেন অটোয়ার বিপক্ষে। সেই ম্যাচ হবে কানাডিয়ান সময়ে ১০ নভেম্বর। যার ফলে অন্তত আগামী ১১ নভেম্বর পর্যন্ত তাকে বাংলাদেশ পাবে না।
যদিও সে দুর্ভাবনা খুব বেশি নয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর। দৈব দুর্বিপাক না হলে তার অনেক আগেই দলে যোগ দেবেন শমিত।
