বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
শিরোপা নিয়ে দলের সঙ্গে উদযাপন হারমানপ্রিত করের/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হলো রোববার। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয় নিয়ে অধিনায়ক হারমানপ্রিত কৌর বললেন, ‘এটা কেবল শুরু।’
তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমরা এই বাধা ভাঙতে চেয়েছিলাম। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো এই সাফল্যকে অভ্যাসে পরিণত করা। আমরা দীর্ঘদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এটা শেষ নয়, বরং শুরু।’
ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। ওপেনার শেফালি ভার্মা ৮৭ রান করেন এবং স্মৃতি মান্ধানা করেন ৪৫ রান। মাঝের দিকে দীপ্তি শর্মা রান-এ-বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে তিনিই জ্বলে ওঠেন, নেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়।
দীপ্তির শেষ উইকেটটি ছিল নাদিন ডি ক্লার্কের, যার পরেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। ভারতের প্রতিটি উইকেটেই মাঠজুড়ে গর্জে ওঠে ৪৫ হাজার দর্শক।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড ১০১ রান করলেও তার বিদায়ের পরই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ‘আমার দল নিয়ে আমি গর্বিত,’ ম্যাচশেষে বললেন উলভার্ড। ‘আমরা টুর্নামেন্টে দারুণ খেলেছি, কিন্তু আজ ভারত আমাদের ছাপিয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্তিশালী হব।’
